সংবাদ শিরোনাম :
ভালুকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ৩১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্মাটকার্ড মানুষের হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্টকার্ড গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান ও উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান প্রমুখ। উল্লেখ্য, ভালকা উপজেলায় দুই লাখ ৯৮ হাজার স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ট্যাগস :