ঢাকায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল
- আপলোড সময়: ০৩:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩০০ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার ঘটনায় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে অভিযুক্ত করে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিলটি বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর, বাবু শরীফ, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, সিপন হাওলাদার, শাহ আলম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, আবু ইউসুফ রায়হান, মাহাবুবুর রহমান আকাশ, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।
বক্তারা ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের আখ্যা দিয়ে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানায়। এসময় বায়জিদ আহমেদ খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে ঘটনার পর থেকে মঠবাড়িয়া পৌর শহরের টান টান উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে