সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                হিলিতে ৯ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাস করে কারাদন্ড
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
 - / ৩৯১ বার পড়া হয়েছে
 

মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত ৯ মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমান করেছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে টহল পুলিশ একটি দল আজ সোমবার সকালে হিলি স্থলবন্দরের বিভিন্ন এলাকা থেকে সাগর হোসেন,আবু সাঈদ,নজরুল ইসলাম, রিপন, মনিরুল,সুমন কুমার, লালু, টিটু, কোরবান আলী নামে ৯ যুবককে আটক করা হয়। এরপর মাদকসেবীদের উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা আদায় করেন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









