সংবাদ শিরোনাম :
ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বর্নের ছাই ব্যবসায়ী নিহত
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৭:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ৩৬৭ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত প্রাইভেট কারের চাপায় আব্দুল আলী (৩৭) স্বর্ণের দোকানের ছাই ব্যবসায়ী নিহত। সোমবার (৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সিডষ্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল আলী অজ্ঞাত প্রাইভেট চাপায় ঘটনাস্থলে নিহত হয়। নিহত আব্দুল আলী বেপারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওরা ইউনিয়নের হারিয়া গ্রামের সুরত আলী বেপারীর ছেলে বলে জানায় স্থানীয় স্বর্ণ ব্যাবসায়ী সুমন কর্মকার। খবর পেয়ে ভরাডো হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভালুকা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় আব্দুল বেপারী প্রায়ই স্বর্ণের দোকানের ছাই কেনার জন্য সিডষ্টোর বাজারের স্বর্ণকারের দোকানে আসে। এবং রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ গামী অজ্ঞাত প্রাইভেট কার আব্দুল ব্যাপারীকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়।
ট্যাগস :