পাবনায় গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক
- আপলোড সময়: ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ৩৪৪ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে ৮ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।পুলিশ সুপার, পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে শুক্রবার ৪ সেপ্টেমবর রাত ৯ ঘটিকায় পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহেন্দ্রপুর রেলক্রসিং এলাকা হতে ৮ (আট) কেজি গাজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামের মোঃসাহেদুল ইসলামের ছেলে মোঃ দুরুল ইসলাম (২১) ও একই থানার শিংনগর গ্রামের মৃতু-হাসান আলীর ছেলে মোঃ রাহাত ইসলাম (২০) নামের দুই আসামি কে আটক করে। উল্লেখ্য আসামী দুরুল ইসলামের বিরুদ্ধে অন্য একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।