ময়মনসিংহ ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১, আহত-৪

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ৩১০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় টং দোকান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। এলাকা ও থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভিতরে একটি টং দোকান সরিয়ে রাস্তার সামনের দিকে আনতে চাইলে কয়েকজন মিলে টং দোকানটি ধরাধরি করে আনার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার ছিড়ে গিয়ে টিনের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়, এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। এদের মধ্যে আজিজুল হক (৩৫) হাসপাতালে মৃত্যুবরন করেন। অন্য চার জন চিকিৎসাধীন আছেন। নিহত আজিজুল হক জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।আহতরা হলেন আহতরা হলেন জামিরদিয়া (ছামাদের বাড়ির ভাড়াটিয়া) পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন (২০), জামিরদিয়া (জামালের বাড়ির ভাড়াটিয়া) ময়মনসিংহের গৌরিপুর মনাটিয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে হাসেম মিয়া (৪৫), হাসেম মিয়ার ছেলে রুবেল মিয়া (২০), ও বাদশা মিয়ার ছেলে শাহীন (১৮)। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানা পুলিশ জানায় অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১, আহত-৪

আপলোড সময়: ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

ষ্টাফ রিপোর্টারঃ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় টং দোকান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। এলাকা ও থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভিতরে একটি টং দোকান সরিয়ে রাস্তার সামনের দিকে আনতে চাইলে কয়েকজন মিলে টং দোকানটি ধরাধরি করে আনার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার ছিড়ে গিয়ে টিনের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়, এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। এদের মধ্যে আজিজুল হক (৩৫) হাসপাতালে মৃত্যুবরন করেন। অন্য চার জন চিকিৎসাধীন আছেন। নিহত আজিজুল হক জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।আহতরা হলেন আহতরা হলেন জামিরদিয়া (ছামাদের বাড়ির ভাড়াটিয়া) পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন (২০), জামিরদিয়া (জামালের বাড়ির ভাড়াটিয়া) ময়মনসিংহের গৌরিপুর মনাটিয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে হাসেম মিয়া (৪৫), হাসেম মিয়ার ছেলে রুবেল মিয়া (২০), ও বাদশা মিয়ার ছেলে শাহীন (১৮)। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানা পুলিশ জানায় অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।