পাবনায় ১০ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ
- আপলোড সময়: ০৮:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৮ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ১০ ইউনিয়নের নারী ও পুরুষসহ ৯১ জন গ্রাম পুলিশ এর মাঝে ৯১ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২ সেপ্টেমবর বিকেলে পাবনা সদর উপজেলা পরিষদের বীরমুক্তযোদ্ধা আব্দুর রব (বগামিয়া) মিলনয়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পাবনার স্থানীয় সরকার উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান। পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, আতাইকুলা ইউপি চেয়ারম্যান খ ম আতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিরা সহ ৯১ জন গ্রামপুলিশ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এই বাই সাইকেল বিতরণ করা হয়।