মঠবাড়িয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার আটক ৫
- আপলোড সময়: ০১:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৯৮৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় চোরইকৃত ইজিবাইক উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নবীনগর এলাকার মামুন মুন্সীর পুত্র রুবেল মুন্সী (১৮), শাখারীকাঠী গ্রামের রিপন হাওলাদারের পুত্র রাহাত হাওলাদার (২০), দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র সাগর সিকদার (২১), পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের ওবায়দুল হক মাতুব্বরের পুত্র সাব্বির মাতুব্বর (২০) ও একই এলাকার আইয়ুব আলী হাওলাদারের পুত্র রনি হাওলাদার (২৫)। থানা সূত্রে জানাগেছে, গত ২১ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের চারাহাটা মসজিদ সংলগ্ন রাস্তার উপর মুরসালিন নামে এক ইজিবাইক চালক তার গাড়িটি রেখে শহরের মধ্যে কেনাকাটা করতে যায়। এসময় সংঘবদ্ধ চোরচক্র মুরসালিনের গাড়ির লক ভেঙ্গে গাড়িটি নিয়ে যায়। পরে মুরসালিনের মা মর্জিনা বেগম বাদী হয়ে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভান্ডারিয়ার হরিণপালা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।