ভালুকায় দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপলোড সময়: ০২:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৩২৯ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ওয়াহিদুল ইসলামের শিশু কন্যা আফিফা (৬) বৃহস্পতিবার দুপুরে মল্লিকবাড়ী তাদের ভাড়া বাসায় দোলনায় খেলতে গিয়ে অসাবধানতা বশত প্লাস্টিকের রশির দোলনায় গলায় ফাঁস লেগে যায়। ওই সময় তার মা ঘুমে ছিলেন ও তার বাবাও বাসায় ছিলেন না। পরে শিশুর মা ঘুম থেকে উঠে দেখে আফিফা অচেতন অবস্থায় মাঠিতে পড়ে রয়েছে। স্থানীয়দের সহায়তায় ওই আফিফাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষনা করেন ।ওই শিশুর মা,বাবা মল্লিকবাড়ী এলাকায় আঃ সালামের বাসা ভাড়া নিয়ে থাকতো। তাদের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারীয়া উপজেলার দক্ষিণ সেলকাঠি গ্রামে। মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন বলেন, শিশুটি দোলনায় খেলতে গলায় ফাঁস লেগে মারা যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের লোকদের সাথে কথা বলি ও শান্তনা দেই। ভালুকা মডেল থানার উপ পরিদর্শক (এস আই) বিল্লাল হোসেন জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের কোন আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।।