বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৬ এএম
  • ৩৮৩ বার পাঠিত

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার একটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে তিন বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার ১ সেপটেম্বর দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান এ আদেশ দেন। জেলা জজ আদালতের সরকারি পি পি আবদুস সামাদ খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোঃ রব্বেল হোসেন (৪০) ও রুবেল হোসেন (৩০)। কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন রফিকুল ইসলাম (৩৫) ও শিপন হোসেন (৩২)। আর খালাসপ্রাপ্ত যুবকের নাম বাপ্পি হোসেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ এপ্রিল ঈশ্বরদী উপজেলার চর মির কামারী গ্রামে বাড়ি থেকে আবু বকর মণ্ডল নামের এক ইঞ্জিনচালিত অটোরিক্সা চালককে কয়েকজন যুবক ডেকে নেয়ারপর তাকে আর খুজে পাওয়া যাচ্ছিলো না। এরপর ১০ এপ্রিল ঈশ্বরদী আঞ্চলিক কৃষি খামারের মধ্যে থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু বকর মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তদন্তকারী কর্মকর্তা তাঁদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর আদালত মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs