ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় কয়েকটি বাড়ির উপর দিয়ে ৩৩ কেবি বিদ্যুৎ লাইন স্থাপন করছে রটেক্স ফ্যাক্টরি লিঃ নামক একটি কোম্পানি। কিন্তু স্থানীয় লোকজন তাদের নিরাপত্তার সার্থে ৩৩ কেবি বিদ্যুতের তারে কভার লাগাতে বললেও কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহাম্মেদ তাসফিক কভার না লাগিয়ে তার ইচ্ছেমত লাইন টানছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে এমন ঘটনা থেকে পরিত্রান পেতে স্থানীয়রা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কারীদের একজন রিপন সরকার বলেন, কাশর ভূইয়া পেপার মিল থেকে ৩৩ কেবি বিদ্যুতের লাইন নেয়ার কাজ করছে রটেক্স ফ্যাক্টরি লিঃ, এমতাবস্থায় আমার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ির চালের উপর দিয়ে তার টেনে নেয়ায় আমরা ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহম্মেদ তাসফিকের কাছে তারে কভার লাগিয়ে লাইন টানার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি উল্টো আমাদেরকে মিথ্যা মামলা দেয়া সহ খুন জখমের হুমকি দিয়েছেন। বিদ্যুতের লাইন থেকে নিজেদের নিরাপদ রাখতে আমরা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন কিছুদিন পরেই আমি আমার বাড়ি উপর দিকে বাড়াবো তখন এই লাইন কে সরাবে? তখন তো আমার টাকা দিয়ে এই লাইন সরাতে হবে। তাই এখনি যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য আইনের আশ্রয় নিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সাব-ইন্সপেক্টর মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ফ্যাক্টরির প্রতিনিধিকে কভার লাগিয়ে লাইন টানার জন্য নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2024 মুক্তকণ্ঠ. All rights reserved.