মঠবাড়িয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি’র দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদা আক্তার
- আপলোড সময়: ০৫:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ৬৫৫ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদা আক্তার। তিনি রোববার সন্ধ্যায় এ দায়িত্বভার গ্রহণ করেন। মাসুদা আক্তার উপজেলার সাফা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও ভগিরথপুর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি, শিক্ষক নেতা এ,কে,সাকিল আহমেদ এর সহধর্মীনি। জানাগেছে, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঠবাড়িয়া উপজেলা সমবায় অফিসার জেলা সমবায় কার্যালয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের সুপারিশ করেন। পরবর্তীতে জেলা সমবায় কার্যালয় ২৭ জুলাই প্রভাষক মাসুদা আক্তারকে সভাপতি করে তিন সদস্যের অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি রোববার সন্ধ্যায় তাদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব নির্বাচিত সভাপতি প্রভাষক মাসুদা আক্তার জানান, এ সংগঠনটি কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সমন্বয় গঠিত একটি সংগঠন। আমার কাজ হবে শিক্ষকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সুখে দুঃখে তাদের পাশে থাকা। তিনি এক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।