ময়মনসিংহ ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিার্থীর আত্মহত্যা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / ২৮৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আফছানা আক্তার (২২) নামের এক কলেজ শিার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আফছানা পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে। আফছানার চাচা জামাল হাওলাদার ও থানা সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত বছর নয়ন নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় আফছানার। তার সাথে বনিবনা না হওয়ায় ওই বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এর পরে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী সজিবের সাথে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিকভাবে বিয়ের কথা বার্তা হয়। কিন্তু কিছু দিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। এতে আফছানা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়। একপর্যায়ে শনিবার রাতে আফছানা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়েন এবং রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান তার ছোট ভাই আফ্রিদী। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিার্থীর আত্মহত্যা

আপলোড সময়: ০১:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আফছানা আক্তার (২২) নামের এক কলেজ শিার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আফছানা পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে। আফছানার চাচা জামাল হাওলাদার ও থানা সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত বছর নয়ন নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় আফছানার। তার সাথে বনিবনা না হওয়ায় ওই বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এর পরে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী সজিবের সাথে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিকভাবে বিয়ের কথা বার্তা হয়। কিন্তু কিছু দিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। এতে আফছানা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়। একপর্যায়ে শনিবার রাতে আফছানা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়েন এবং রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান তার ছোট ভাই আফ্রিদী। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করেছে।