মঠবাড়িয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- আপলোড সময়: ০১:৪২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ২৮৯ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে সীমা রানী বিশ্বাস (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকালে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সে চিকিৎসাধিন অযস্থায় মারা যায়। নিহত গৃহবধূ উপজেলার ছোট শিংগা গ্রামের বিজন চন্দ্র বিশ্বাসের স্ত্রী। সে দুই সন্তানের জননী, স্থানীয় সূত্রে জানাগেছে, গৃহবধূ সীমা রানী শুক্রবার দুপুরে রান্নার জন্য জালানী কাঠের স্তুপ থেকে কাঠ নামাতে গেলে সেখানে লুকিয়ে থাকা বিষধর সাপ তার বাম হাতে আঙ্গুলে ছোবল দেয়। বিকালে গুরুতর অবস্থায় পরিবারের স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর ভাই স্বপন কুমার সাওজাল জানান, মৃত সীমা রানীর স্বামী বিজন চন্দ্র বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। এমন অবস্থায় দুই কন্যা সন্তান নিয়ে দরিদ্র পরিবারটি এখন চরম বিপাকে পড়েছেন।