ভালুকা প্রতিনিধি: মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে স্বর্ণপদক ও চেক পেলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। স্বর্ণপদক ও চেক পাওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন অনুষ্ঠানে সারা দেশের ২১ জন মৎস্য চাষীকে স্বর্ণপদক ও প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পদক অনুষ্ঠানে (ভার্চুয়ালী) প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, জাতীয় সংসদের চীপ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট শ.ম রেজাউল করিম এমপি ।