ময়মনসিংহ ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বনবিভাগের সাড়াশি অভিযান ভবন নির্মাণ সামগ্রী জব্দ আটক ১

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ১৮৫ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত বনভূমিতে জনৈক মৃত আব্দুর রশিদের ছেলে, আব্দুল মান্নান বহুতল ভবন নির্মান শুরু করেছিল, সংবাদ পেয়ে (২৮ আগষ্ট) শনিবার সকালে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দীনের নেতৃত্বে সাড়াশি অভিযান চালায় স্থানীয় বনবিভাগ।এসময় কোদাল, বেলচা, হাতুড়ি, করাত, বাইবেটার মেসিনসহ বেশকিছু ভবন নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং নির্মাণ শ্রমিক উপজেলার জামিরদিয়া গ্রামের আমানউল্লাহর ছেলে জামান (২৫) আটক করা হয়।হবিরবাড়ী বিটকর্মকর্তা মোঃ দেওয়ান আলী জানান হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান শেষে এ অভিযান চালানো হয়। আটককৃত জামানকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।এ অভিযানে হবিরবাড়ী বিটকর্মকর্তা মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ সাফেরুজ্জামানসহ হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের সকল ষ্টাপ অংশ নেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বনবিভাগের সাড়াশি অভিযান ভবন নির্মাণ সামগ্রী জব্দ আটক ১

আপলোড সময়: ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ১৮৫ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত বনভূমিতে জনৈক মৃত আব্দুর রশিদের ছেলে, আব্দুল মান্নান বহুতল ভবন নির্মান শুরু করেছিল, সংবাদ পেয়ে (২৮ আগষ্ট) শনিবার সকালে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দীনের নেতৃত্বে সাড়াশি অভিযান চালায় স্থানীয় বনবিভাগ।এসময় কোদাল, বেলচা, হাতুড়ি, করাত, বাইবেটার মেসিনসহ বেশকিছু ভবন নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং নির্মাণ শ্রমিক উপজেলার জামিরদিয়া গ্রামের আমানউল্লাহর ছেলে জামান (২৫) আটক করা হয়।হবিরবাড়ী বিটকর্মকর্তা মোঃ দেওয়ান আলী জানান হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান শেষে এ অভিযান চালানো হয়। আটককৃত জামানকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।এ অভিযানে হবিরবাড়ী বিটকর্মকর্তা মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ সাফেরুজ্জামানসহ হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের সকল ষ্টাপ অংশ নেন।