শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে দু’জনের কথা কাটাকাটি থামাতে গিয়ে স্বজোড়ে ধাক্কায় রহিম মোল্লা (৬৬) নামে বৃদ্ধ গ্রাম প্রধানের মৃত্যু হয়েছে। বুধবার ২৬ আগস্ট ঘটনা ঘটে। নিহত রহিম মোল্লা ওই গ্রামের মৃত তেথনা মোল্লার ছেলে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শ্রীপুর গ্রামের মাছিম আলীর বাড়ির উঠানে মঙ্গলবার রাতে কে বা কারা মানুষের পায়খানা রেখে দেয়। বুধবার সকালে মাছিম আলী দেখতে পেয়ে একই গ্রামের প্রতিবেশি খলিল ফকিরকে দোষারোপ করলে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে গ্রাম্য প্রধান রহিম মোল্লা তাদের কথা কাটাকাটি থামানোর চেষ্টা করেন। এ সময় মাছিম আলী রেগে গিয়ে বৃদ্ধ রহিম মোল্লাকে স্বজোড়ে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রহিম মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.