সি সি ক্যামেরার ফুটেজের সহায়তায় চোর আটক ও মোবাইল উদ্ধার
- আপলোড সময়: ০২:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ৩৪৮ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানায় সিসি টিভি ক্যামেরার ফুটেজের সহায়তায় মোবাইল ফোন চোর সনাক্ত করে এবং অনেক খোঁজাখুঁজির এক পর্যায় চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ফোন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। ফোনের মালিক ও স্থানীয় লোকজনদের সহায়তায় বেড়া উপজেলার শেখ পাড়া গ্রামের আরিফুল শেখ ওরফে আদু শেখের ছেলে মোঃ শুকচাঁদ (২৪)কে মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর আড়াই ঘটিকার দিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে এবং তার নিকট থেকে প্রথমে চোরাই দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত ১৭ আগস্ট সকাল অনুমান সাড়ে এগারো টায় আতাইকুলা থানাধীন আতাইকুলা বাজারে কবির এর মালিকানাধীন শরিফ ইলেকট্রনিক্স দোকানের সামনে অজ্ঞাতনামা ২/৩ জন চোর কৌশলে আতাইকুলা থানার রতনপুর গ্রামের -মৃত মফজেল প্রামানিকের ছেলে মোঃ আসিফ হোসেন (১৯) এর একটি Itel L6005 মডেলের স্মাট মোবাইল ফোন চুরি যায় যাহার IMEI NO-1: 354101118986841, 2:354101118986858 ।পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা থানাধীন মন্ডলপাড়াস্থ আসামীর ভাড়া বাসার ঘরের বিছানার নিচ থেকে আসামীর নিজ হাতে বের করে দেয় বিভিন্ন ব্রান্ডের আরও ০৬ (ছয়)টি চোরাই মোবাইল ফোন। তারমধ্যে একটি VIVO স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:862365043397516, 2:862365043397508, একটি VIVO স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:868241056046957/01, 2:868241056046940/01, একটি Itel স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:354101115172023, 2:354101115172031, একটি Itel স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:354101118986841, 2:354101118986858, একটি Samphony Z30 স্মাট মোবাইল ফোন, একটি Oppo স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:861191030200930, 2:861191030200922. মোবাইল ফোন চুরির বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানার মামলা নং-০৯, তাং-২৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০, রুজু করা হয়েছে।