মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা চেষ্টাসহ ১১ মামলার আসামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপলোড সময়: ০২:৫৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ২৮০ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারকে হত্যা চেষ্টাসহ ১১ মামলার আসামী শফিকুল জামিনে এসে ফের বেপরোয়া। তার অত্যাচার থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ডাকবাংলো মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ি নাসির হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার তুষখালী গ্রামের আইয়ূব আলীর ছেলে শফিকুল এলাকা দরিদ্র মানুষকে ঘর, সৌর বিদ্যুৎ, পানির ট্যাĽ দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। এছাড়া খাল খননের নামে বিভিন্ন জনের নিকট থেকে পুঁজি বাবদ লভ্যাংশ দেয়ার আশ্বাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। ওই টাকা ফেরৎ চাইতে গেলে অনেকে হামলার শিকার হয়েছেন। সম্প্রতি শফিকুল তুচ্ছ ঘটনায় আব্দুর রহিম খলিফা নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত রহিমের স্ত্রী তাসলিমা বেগম থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় শফিকুল ২০ দিন কারাবাসের পর জামিনে বেড়িয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। এ ঘটনায় বুধবার রাতে তাসলিমা বেগম শফিকুলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হাবিবুর রহমান আকন, বশির আহম্মেদ, এসএম খাইরুল ইসলাম, তাসলিমা বেগম, মাসুম খলিফা, আব্দুর রহিম খলিফা প্রমূখ। এব্যপারে অভিযুক্ত শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বরং তারাই মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল শফিকুলের বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।