সংবাদ শিরোনাম :
বিদায় বেলায়…কবিঃ- তুলোশী চক্রবর্তী

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৩:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ৫৪৩ বার পড়া হয়েছে

কবিঃ-তুলোশী চক্রবর্তীঃ
বিদায় বেলায় পেলাম
দেখতে মনের আঙ্গিনায়,
শেষ দেখাতে কতই
ভালো লাগছিলো তারে
বলা নাহি যায়।
দুদিন বাদে দেখবো আবার
বর সহ কনে সোনালি সিংহাসনে
বসে আছে পাশাপাশি
অত্যন্ত পুলকিতো মনে।
কন্যা বেশে যে আমার অচেনা সে
তবে তার রুপ অতীব সুন্দর
বর বেশে মোর প্রিয়তম
দেখতে চিরদিনই খুব মনোহর।
কন্যাযাত্রী বরযাত্রী
শোভে সারি সারি
সবে তারা নাচে গায়
হাত ধরি ধরি।
সহস্রদল পদ্ম কয়েক
রেখেছে জলের ঘটে,
মহানন্দে পরিবার পরিজন
নতুন নতুন ছবি উঠে।
সুখিহও শুভহোক
তোমাদের নতুন পথ চলা,
অবহেলা করো না তারে,রেখো আদরে
এটুকুই দুর থেকে মনে মনে বলা।
ট্যাগস :