সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৭০৯ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন খান (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন খান ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরকখালী গ্রামের মৃত মোতাহার হোসেন খানের ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন বাড়ি সংলগ্ন কৃষি ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান। এসময় সেচ পাম্পের সুইজ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে আনোয়ার হোসেন, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :










