টি.আই সানী,বিশেষ প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার লোহাই এলাকাথেকে মোবাইল ফোন ও টিভি চুরি করে নিয়ে পালানোর সময় দুই চোর গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা হলেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আবুল মেম্বার এর ছেলে মানিক (২৬) একই এলাকার ধনু মেম্বার এর ভাই আলাল উদ্দিন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯ টার সময় লোহাই বাজারের নাহী ফেক্টুরির পাশের ঘটনাটি ঘটে। ওইএলাকার থেকে মোবাইল ফোন টিভি সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসি। এলাকাবাসির দাবি এরা এর আগেও জৈনা বাজারসহ আশপাশের এলাকায় চুরি ছিনতাই করে। এর আগে একাদিক বার ধরা পরলেও এদের কোন বিচার বা শাস্তি হয়নি মেম্বার এর ছেলে আর মেম্বারের ভাই বলে।তবে স্থানীয় এলাকাবাসি ওদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন জনে পোষ্ট করে শাস্তির দাবি জানাচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে দুই চোর মোবাইল ফেন এলইডি টিভি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় আশেপাশের লোকজন ধাওয়া দিলে তারা এসব নিয়ে পড়ে যান। পরে তাদেরকে ধরে জনতা গণধোলাই দেয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং দুই ছিনতাইকারীকে মালামাল পাওয়া অবস্থায় আটক করি। চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে তাদের গণধোলাই দেয়। দুই চোর থানা হেফাজতে রয়েছে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।