ফরিদপুরে বৈঠক ঘর থেকে ৯৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার
- আপলোড সময়: ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৪২০ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ফরিদপুর থানার পুঙ্গুলী ইউনিয়নের রতনপুর গ্রামের হেলাল তালুকদারের বাড়ির সামনে সেমি পাকা টিনশেড বৈঠকঘর থেকে ৯৫ টি স্টিলের পাইপের তৈরি বর্শা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সোমবার ২৩ আগস্ট দুপুর এক টার দিকে পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদপুর থানাধীন পুঙ্গুলী ইউনিয়নের অন্তর্গত রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদারের ছেলে হেলাল তালুকদার (৪০) এর বাড়িতে হাসুয়া বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐসময় ডেমরা বাজারে থাকা এস আই রফিক সঙ্গীয় ফোর্সসহ নদী পার হয়ে রতনপুর গ্রামে হেলাল তালুকদারের বাড়িতে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার পালিয়ে যায়।তার বাড়ির সামনে সেমি পাকা টিনশেড বৈঠক ঘর তল্লাশি করে ঘরের ভিতরে থাকা খাটের নিচে ৯৫টি স্টিলের পাইপের তৈরি পাইপের মাথায় দুই পাশে ধারবিশিষ্ট ফলা লাগান প্রত্যেকটি প্রায় ৫ ফুট লম্বা বর্শা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বসতবাড়ির প্রত্যেকটি স্বয়নককক্ষ তল্লাশি করে পুলিশ। এস আই রফিক জানান হেলাল তালুকদারকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।