পাবনায় হেরোইন সহ মাদক ব্যাবসায়ি গ্রেফতার
- আপলোড সময়: ১২:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৪১৫ বার পড়া হয়েছে

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর গ্রাম থেকে ৬ গ্রাম হেরোইন সহ একমাদক ব্যাবসায়িকে গ্রেফতার করা হয়েছে।পাবনার জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশনায় জেলাকে অপরাধ মূলক কার্যকলাপ জিরোটলারেন্স করার লক্ষে বিভিন্ন অপরাধ মূলক অপকর্ম রোধে এ অভিযান এবং এরুপ অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটি ২২ আগস্ট রাত সোয়া একটার দিকে আমিনপুর থানার এস আই বজ্রেশরের নেত্রীত্বে সংগীয় পুলিশফোর্স সহ অভিযানে বিরাহিমপুর বাজার পাড়ার মৃত খালেক শেখের ছেলে মাদক ব্যাবসায়ি মোঃ সোহেল শেখকে ৬ (ছয়) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় এবং মামলা প্রক্রিয়াধীন বলে আমিনপুর থানার এস আই বজ্রেশর বর্মন জানান। তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে আরও ৯টি মাদক সহ অন্যান্য মামলা বিজ্ঞআদালতে বিচারাধীন আছে। আমিনপুর থানার সে একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ি।










