মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে এক ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মমিনুল ইসলাম নামের এক শিক্ষককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বিশাপাড়া হিলফুল ফযুল মাদ্রাসা থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। শিক্ষক মমিনুল ইসলাম উপজেলার চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, রাতে মোবাইলের মাধ্যেমে খবর আসে ছাত্রকে বলৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটকে রেখেছে এলাকাবাসী। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এবং একই রাতে শিশুটির পিতা রুস্তম আলী অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মমিনুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.