২১ আগস্টে হামলায় খুনির ফাসির দাবীতে ত্রিশালে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল
- আপলোড সময়: ১১:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ২৩৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল(ময়মনিসংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেট হামলার খুনিদের ফাসির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক সবুজের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন মাস্টারের পরিলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, কেন্দ্রীয় আওয়ামিলীগ তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য আপেল মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহীম খলিল শান্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জলসহ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি/সাধারন সম্পাদক ও আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভা শেষে ২১ আগস্টের হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।