মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে হাকিমপুর (হিলি) পৌরসভার জনগণের সেবার লক্ষ্যে পানি সাপ্লাই লাইনের উদ্বোধন করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ১ নং ওয়ার্ডের চন্ডিপুরে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় হাকিমপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম রায়হান হোসেন, পৌর প্রকৌশলী আ: রাľাক, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারান সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর সহ অনেকে উপস্থিত ছিলেন। মেয়র জানান, পৌর এলাকার সাড়ে ১৭ কিলোমিটার এ প্রকল্পে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ টাকা।