সংবাদ শিরোনাম :
নবাবগঞ্জে ট্রাকে ধাক্কা প্রাণ গেল বৃদ্ধের
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ২৩৮ বার পড়া হয়েছে
মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোফাľল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ভাদুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোফাľল পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার আমড়া গ্রামের বাসিন্দা। নবাবগঞ্জ থানা ওসি (তদন্ত) তাওহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ভাদুরিয়া বাজারে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দিনাজপুরে থেকে আসা একটি ট্রাক (বগুড়া ট-১১২৩০৪) ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ট্যাগস :