গাজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে প্রতারক নিজেই
- আপলোড সময়: ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৫৩৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে বাবু তালুকদার (২৬) নামের এক প্রতারক নিজেই শ্রীঘরে গেছেন। বুধবার গভীর রাতে ওই যুবককে গাঁজা সহ পুলিশ আটক করেছে। আটককৃত বাবু উপজেলার হোগলপাতি গ্রামের আঃ রব তালুকদারের ছেলে। এঘটনায় প্রতিবেশী জলিল হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। থানা সূত্রে জানাগেছে, উপজেলার হোগলপাতি গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারকে ফাঁসাতে গত বুধবার রাতে বাবু নিজেই গাঁজা দিয়ে মারধর করে জনৈক মন্টু তালুকদারের ঘরে আটকে রাখে। পরে মন্টু তালুকদার থানা পুলিশে খবর দিলে এসআই তৌফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ বাবু ও দুলাল হাওলাদার দুজনকেই আটক করে থানায় নিয়ে আসেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ‘বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বাবু নিজেই গাঁজা দিয়ে দুলাল হাওলাদারকে ফাঁসাতে চেয়েছিল। পরে দুলাল হাওলাদারের দায়ের করা মামলায় বাবুকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।’