ময়মনসিংহ ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অপহৃত স্কুল ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার, পাচারকারী দলের ২ সদস্য আটক

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • / ৩০২ বার পড়া হয়েছে

মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘন্টা পর ঢাকার আশুলিয়া থেকে সুমনা আক্তার সোহাগী (১৬) নামের নবম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার, গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ১৬ই আগষ্ট সোহাগীর চাচা সোনা মিয়া ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে অপহরণ করা হয়েছে এ সংক্রান্ত একটি ডায়েরী করেন তারা। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টা পর বুধবার ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

অপহৃত স্কুল ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার, পাচারকারী দলের ২ সদস্য আটক

আপলোড সময়: ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১

মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘন্টা পর ঢাকার আশুলিয়া থেকে সুমনা আক্তার সোহাগী (১৬) নামের নবম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার, গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ১৬ই আগষ্ট সোহাগীর চাচা সোনা মিয়া ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে অপহরণ করা হয়েছে এ সংক্রান্ত একটি ডায়েরী করেন তারা। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টা পর বুধবার ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।