মঠবাড়িয়ায় অধ্যক্ষকে জুতা পেটাকারী সেই অফিস সহকারী নারীর বিরুদ্ধে মামলা
- আপলোড সময়: ১২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৪৮৭ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্থানীয় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলার শিকার অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে বুধবার কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭। ফরিদা ইয়াসমিনের স্বামী আলম বেপারী সাফা বাজারের একজন ব্যবসায়ী।মামলার এজাহারে বলা হয়েছে,অফিস সহকারী ফরিদা ইয়াসমিন স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কলেজের নিয়ম কানুন মানেন না। এ ছাড়া অধ্যক্ষকে মারধরের ঘটনার দিন হামলাকারী নারী কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্মারক নং-এসডিসি ১৪/২০২১। তার বিরুদ্ধে কেন আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। হামলা শিকার অধ্যক্ষ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে বুধবার সকালে ছাড়পত্র নিয়েছেন। মামলার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল বলেন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।