রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন

ভালুকায় নৌকা ডুবি: চিকিৎসকসহ ২ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৯.৩৬ এএম
  • ২৯০ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায়সহ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নৌকা ভ্রমনকালে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে ডাঃ অমিত কুমার রায় (৩২) (বিসিএস) সহ দু’জন নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল খোঁজাখুঁজি করে রাত পৌনে ১২টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের আজিজুল হকের ছেলে তানভীরের ও বুধবার দুপুর ১টা ২০মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করে। নিহত অমিত কুমার রায়ের বাড়ি গাজীপুর জেলায়। তিনি ৩৯তম বিসিএসএ ডাক্তার হিসেবে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন। হাসপতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে নৌকা ভ্রমণে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈর ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় ভালুকা ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল মঙ্গলবার রাতে তানভীরের লাশ ও বুধবার দুপুরে ডাঃ অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs