মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর নতুন পাকা বসত বাড়ি ভেঙ্গে দেওয়ায় প্রতিবেশী আলমগীর ফারুকসহ ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সেলীম রানা নামের এক যুবক। ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামে। হাকিমপুর থানা সুত্রে জানাগেছে, বানিয়াল গ্রামের সেলিম রানার সাথে প্রতিবেশী আলমগীর ফারুকদের জমি নিয়ে বিবাদ চলে আসছিলো। এরই প্রতিরোধের সুত্র ধরে তারা রাতে বাড়িতে হামলা চালায় এবং বাড়ির দরজা, জানালা, ও প্রাচির ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতি স্বাধন করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পর দিন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেলিম রানার পিতা সামসুদ্দিন মন্ডল জানান, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের সহযোগিতা করছেনা। তারা যে কোন সময় তাদের প্রান নাশের চেস্টা করতে পারে সে জন্য তারা প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে ওই রাতেই সেলিম রেজা হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার সাধারন ডাইরী নং- ৮০২, তারিখ-১৬-৮-২১ ইং। এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।