জাতীয় শোক দিবস ও শোকাবহ আগস্ট স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলদ বৃক্ষরোপণ

- আপলোড সময়: ০৪:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৪১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক ১০০টি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এসময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর ও বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতির সহ-সভাপতি জনাব আল জাবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. মাসুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মাজহারুল হোসেন তোকদার, কার্যনির্বাহী সদস্য ও বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয়ক জনাব চন্দন কুমার পাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব জুবায়ের হোসেন সহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের নেতা-কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। মাননীয় উপাচার্য প্রসেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্যে শিক্ষক সমিতির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে প্রত্যেক নাগরিকের অন্তত ৩টি করে গাছ লাগালে বাংলাদেশ হবে সবুজে শ্যামল ছায়াড় সুনিবিড়। করোনা থেকে বাচতে বেশি প্রয়োজন অক্সিজেন, বৃক্ষই যার প্রধান উৎস। পরিকল্পিত বৃক্ষরোপণ করলে তা হয় দীর্ঘস্থায়ী ও নান্দনিক। পরিশেষে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।