শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার পৌরশহরের খালগুলো অবৈধ দখল মুক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক কমিটি। বৃহস্পতিবার রাতে স্থানীয় ডাকবাংলোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল হক খান মজনু লিখিত বক্তব্যে বলেন, অদৃশ্য শক্তির নির্দেশে পৌর শহরের প্রবাহমান খাল ভরাট করে সারি সারি ঘর বাড়ি তৈরি করা হচ্ছে। খালগুলো ভরে ফেলা হচ্ছে। যার ফলে খালে পানি প্রবাহের গতি নেই। এছাড়া খালের মধ্যে যত্রতত্র স্থাপনা তৈরি ও অনার্থক কালভার্ট ও স্লইজ গেট নির্মাণ করা হয়েছে। এগুলো এত নিচু করে স্থাপন করা হয়েছে নৌকা তো দূরের কথা কলা গাছের ভেলাও চলতে পারে না। এতে করে সবুজ বেষ্টনী ধ্বংস প্রাপ্ত হবে ও পরিবেশ বিপর্যয় ঘটবে এং জনজীবন হুমকির সম্মুখীন হবে। জনস্বার্থে তিনি পৌরসভাধীন খালের কাঁচা-পাকা স্থাপনাগুলো অপসারণের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপজেলা নাগরিক কমিটি সদস্য সচিব অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।