ময়মনসিংহ ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় ৩একর বনভূমি উদ্ধার দিনব্যাপী বিভিন্ন প্রজাতির চারা রোপন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ৭৭৮ নং দাগে কড়ইতলী মোড় এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩একর বেদখল হওয়া বনভূমি উদ্ধার করে আকাশ মনি সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছে স্থানীয় বনবিভাগ।(০৯ আগষ্ট) সোমবার সকাল থেকে দিনব্যপী হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলীর নেতৃত্বে সকল ষ্টাফসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন। জানাযায় উক্ত বনভূমি দির্ঘদিন যাবৎ রমজান আলী গংদের দখলে ছিল, পরে বনবিভাগ উক্ত তিনএকর বনভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন।বিট কর্মকর্তা দেওয়ান আলী জানান পর্যায়ক্রমে বেদখল হওয়া সকল বনভূমি উদ্ধার করা হবে, আমাদের এ উদ্ধার অভিযান চলমান প্রকৃয়া।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় ৩একর বনভূমি উদ্ধার দিনব্যাপী বিভিন্ন প্রজাতির চারা রোপন

আপলোড সময়: ১০:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ৭৭৮ নং দাগে কড়ইতলী মোড় এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩একর বেদখল হওয়া বনভূমি উদ্ধার করে আকাশ মনি সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছে স্থানীয় বনবিভাগ।(০৯ আগষ্ট) সোমবার সকাল থেকে দিনব্যপী হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলীর নেতৃত্বে সকল ষ্টাফসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন। জানাযায় উক্ত বনভূমি দির্ঘদিন যাবৎ রমজান আলী গংদের দখলে ছিল, পরে বনবিভাগ উক্ত তিনএকর বনভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন।বিট কর্মকর্তা দেওয়ান আলী জানান পর্যায়ক্রমে বেদখল হওয়া সকল বনভূমি উদ্ধার করা হবে, আমাদের এ উদ্ধার অভিযান চলমান প্রকৃয়া।