মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ধানক্ষেত থেকে কার্তিক কিঞ্চু (৩৫) নামের এক আদিবাসী যুবকের অর্ধগলীত লাশ উদ্ধার করেছে হাাকিমপুর থানা পুলিশ। আজ রোববার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর মাঠ থেকে উদ্ধার করা হয়। উপজেলার সে চন্ডিপুর মহল্লার লগেন কিঞ্চুর ছেলে।
হাকিমপুর থানা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এবং তার পাশে পড়ে থাকা একটি ঘাসের বস্তা ও একটি কাদিয়া (ঘাস কাটার যন্ত্র) উদ্ধার করা হয়।
তবে তার পরিবারের দাবি দুই দিন আগে ওই যুবক গরুর ঘাস কাটার জন্য মাঠে গেলে আর ফিরে আসেনি। তিনি আরও জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক ভাবে অনুমান করে কিছু বলা যাচ্ছেনা। মৃত্যুর রহস্য উদঘাটনের কাজ চলছে। এছাড়াও পোষ্টমর্টেমের রিপোর্ট আসলে তার মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে।