ময়মনসিংহ ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় কোটি টাকা মূল্যের উদ্ধার করা ১একর বনভূমিতে বৃক্ষরোপন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / ৮৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহবনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ১৫৪ নং দাগে কোটি টাকা মূল্যের প্রায় এক একর উদ্ধার করা বনভূমিতে আকাশ মনি সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছে স্থানীয় বনবিভাগ।(০৮আগষ্ট) রবিবার সকালে হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলীর নেতৃত্বে সকল ষ্টাফ সহ দিনব্যাপী চারা রোপন করা হয়।জানাযায় ঢাকার শিল্পপতি মেজর অব কামরুল হুদা দির্ঘদিন যাবৎ জবরদখল করে রাখে, পরে বনবিভাগ উক্ত একএকর বনভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন।বিট কর্মকর্তা দেওয়ান আলী জানান পর্যায়ক্রমে বেদখল হওয়া সকল বনভূমি উদ্ধার করা হবে, আমাদের এ উদ্ধার অভিযান চলমান প্রকৃয়া।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় কোটি টাকা মূল্যের উদ্ধার করা ১একর বনভূমিতে বৃক্ষরোপন

আপলোড সময়: ১০:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহবনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী বিটের ১৫৪ নং দাগে কোটি টাকা মূল্যের প্রায় এক একর উদ্ধার করা বনভূমিতে আকাশ মনি সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছে স্থানীয় বনবিভাগ।(০৮আগষ্ট) রবিবার সকালে হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলীর নেতৃত্বে সকল ষ্টাফ সহ দিনব্যাপী চারা রোপন করা হয়।জানাযায় ঢাকার শিল্পপতি মেজর অব কামরুল হুদা দির্ঘদিন যাবৎ জবরদখল করে রাখে, পরে বনবিভাগ উক্ত একএকর বনভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন।বিট কর্মকর্তা দেওয়ান আলী জানান পর্যায়ক্রমে বেদখল হওয়া সকল বনভূমি উদ্ধার করা হবে, আমাদের এ উদ্ধার অভিযান চলমান প্রকৃয়া।