শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদান শনিবার থেকে শুরু হয়েছে। টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রথম দিনে ব্যাপক সাড়া পরে। এদিকে সাধারণ মানুষকে টিকা নিতে উদ্ভুদ্ধ ও গুজবে কান না দেয়ার জন্য মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শনিবার সকালে উপজেলার টিকিকাটা, বেতমোর, আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এ সময় ওসি নুরুল ইসলাম বাদল সাধারণ মানুষকে আতংকিত না হয়ে টিকা গ্রহণের জন্য পরামর্শ দেন। পাশাপাশি সকলকে মাস্ক পরিধান ও সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়ার অনুরোধ জানান। ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান উপলক্ষে সব কেন্দ্রে থানার অফিসার ও ফোর্সরা ডিউটি পালন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.