সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় ওসি’র টিকা কেন্দ্র পরিদর্শন
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ২৬৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদান শনিবার থেকে শুরু হয়েছে। টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রথম দিনে ব্যাপক সাড়া পরে। এদিকে সাধারণ মানুষকে টিকা নিতে উদ্ভুদ্ধ ও গুজবে কান না দেয়ার জন্য মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শনিবার সকালে উপজেলার টিকিকাটা, বেতমোর, আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এ সময় ওসি নুরুল ইসলাম বাদল সাধারণ মানুষকে আতংকিত না হয়ে টিকা গ্রহণের জন্য পরামর্শ দেন। পাশাপাশি সকলকে মাস্ক পরিধান ও সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়ার অনুরোধ জানান। ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান উপলক্ষে সব কেন্দ্রে থানার অফিসার ও ফোর্সরা ডিউটি পালন করছে।
ট্যাগস :