ত্রিশালে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
- আপলোড সময়: ০৪:১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ২৮৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল ময়মনসিংহ থেকেঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিশালের দরিরামপুর পৌর আওয়ামীলীগের অস্থায়ী অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নজরুল কলেজের সাবেক সাবেক ভিপি আব্দুল মোতালেব, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি ফজলুল হক, ৯নং ওয়ার্ডের সভাপতি সুশীল চন্দ্র, ৬নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আবু রায়হান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শোভা মিয়া, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।