সংবাদ শিরোনাম :
হিলিতে ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে আটক
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ২৬১ বার পড়া হয়েছে
মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে ১১ হাজার ১শ’ পিস ইয়াবা ও ৮৩ গ্রাম হিরোইনসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মহাব্বত আলী (১৮)। হাকিমপুর থানা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতরা নিয়মিত মাদকের চালান এসে এলাকায় বিক্রি করে থাকেন। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও হোরোইন উদ্ধার করা হয়। এবং এ অভিযোগে তাদের আটক করা হয়।
ট্যাগস :