মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে টিন বিতরণ
- আপলোড সময়: ০৮:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ৪৩৫ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) বশির আহমেদ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ খান, মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসান ও সাংবাদিক মজিবর রহমান প্রমুখ। উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগিśকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে ২ বান্ডিল এবং আলগী পাতাকাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাখিল মাদ্রাসায় ৩ বান্ডিল ও নলী মেছেরিয়া হাফেজি মাদ্রাসায় চার বান্ডিল ঢেউটিন এবং বান্ডিল প্রতি তিন হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।