গনটিকা দান কার্যক্রম এডভোকেসী ও পরিকল্পনা সভা

- আপলোড সময়: ০৩:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ৩৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিট ১৯ ভ্যাকসিনের গনটিকা কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষ্যে আগামী ৭ আগস্ট করোনার গণ টিকা কার্যক্রম শুরু হবে। কর্মসূচি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (৪আগস্ট) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন, রামপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক সরকার, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, কানিহারী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, সাখূয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনা ভ্যাকসিন বিশেষজ্ঞ ডা মাহির আনজুম ।ডাক্তার মাহির আনজুম জানান, ৭ আগস্ট ত্রিশাল উপজেলার ছয়টি ইউনিয়নে করোনার ভ্যাকসিন এর গন টিকার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।