ইন্দুরকানীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- আপলোড সময়: ০৬:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ৪৫৭ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে নাজমুল হোসেন (০৭) ও সুরাইয়া আক্তার (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন ও সুরাইয়া আক্তার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সরোয়ার হোসেনের সন্তান।পরিবারের সদস্যরা জানান, পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজেদের বাড়ির উঠানে নাজমুল ও সুরাইয়া খেলাধুলা করছিল। পরে পরিবারের সকলের অগোচরে তারা দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক সময় তাদের না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৈয়বুর রহমান জানান, মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছিল পরিবারের লোকজন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।