মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

- আপলোড সময়: ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৭০১ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু সোমবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। জেলা পরিষদ ডাক বাংলোয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু জানান, ২০১৪ সালে উপজেলার আলগী পাতাকাটা গ্রামে বঙ্গবন্ধুর নামে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। করোনা মহামারীর কারণে ক্লাস বন্ধ থাকলেও সরকারি বিধি মোতাবেক অফিসের কার্যক্রম চলমান আছে। তিনি মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাওসার আহমেদ, মাদ্রাসার উদ্যোগতা মাওলানা মোস্তফা কামাল, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক শাহজাহান, ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।