বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

মঠবাড়িয়ায় ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল ১১৪ পরিবার

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮.৫৫ এএম
  • ২১৫ বার পাঠিত

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল ১১৪ প‌রিবার । উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ ১১৪ পরিবার জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছেন। করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউন সাথে হঠাৎ টানা ৫ দিনের ভারী বর্ষণে পানিবন্ধী হয়ে খাদ্য সঙ্কটে ভূগতে থাকা কর্মবিমুখ ওই অসহায় ১১৪ পরিবার ৩৩৩ নম্বরে কল করে নিজেদের নাম ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে খাদ্য সহায়তা চান। জাতীয় কল সেন্টার ওই তথ্য মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে পাঠান। পরে আবেদনকারীদের সে তথ্য যাচাই-বাছাই করে উপজেলা প্রশাসন উপকারভোগীদের বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন। সহায়তা প্রাপ্তদের মধ্যে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের থেকে ৫৮ জন, সাপলেজা ইউনিয়নে ২২ জন, ধানিসাফায় ৯জন, মিরুখালী ৫ জন, টিকিকাটা ৬ জন, বেতমোড় ৫ জন, পৌরসভায় ৪ জন এছাড়া গুলিশাখালী, বড়মাছুয়া,দাউদখালী ও সদর ইউনিয়নে ১ জন করে মোট ১১৪ জন অসহায় দুস্থ পরিবার এ খাদ্য সহায়তা পান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া উপকারভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দেই। তিনি আরো জানান, খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবরিকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ২ কেজি আলুসহ সম্মলিত একটি উপহার প্যাকেটে বিতরন করা হয়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs