শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত শুক্রবার (৩০ জুলাই) ।
এবার তার মা, স্ত্রী, দুই ছেলে ও সরকারী বাসভবনে নিয়োজিত গৃহ সহকারীসহ ছয়জন আক্রান্ত হয়েছেন।
সোমবার ( ২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনিসহ স্ত্রী, দুই সন্তান, মা ও গৃহকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সবাই হোম আইসোলেশনে আছে। সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।
করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার মানুষের জন্য কাজ করেছে যাচ্ছেন। জেলার সাধারণ মানুষের জন্য করোনাকালীর স্বাস্থ্য সেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজের সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
তৃর্ণমূল পর্যায়ে নিজে গিয়ে মানুষের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য জেলা সর্বস্থরের মানুষের মাঝে প্রিয় মানুষ হয়ে উঠেছেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2024 মুক্তকণ্ঠ. All rights reserved.