ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় হোন্ডাচালক নিহত

- আপলোড সময়: ০১:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ৫৩৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী মল্লিকবাড়ি মোড় এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় আনোয়ার হোসেন সাগর (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় স্ত্রী হোসনে আরা (৩০) গুরুতর আহত হন। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার বিকেলে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-হ-৬১-৩৫৩৩২) একইদিকে যাওয়া অজ্ঞাতগাড়ি চাপা দিলে মোটরসাকেলটি ধুমড়ে মুচরে যায়। এতে চালক সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার নওধার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন সাগর ঘটনাস্থলেই মারা যান। এসময় নিহতের স্ত্রী হোসনে আরা গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।