ময়মনসিংহ ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন পথে পথে ভোগান্তি ভাড়া কয়েক গুন বেশি

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

খলিলুর রহমান: আগামী ১ আগষ্ট পোষাক কারখানা খোলার ঘোষনা দেয়ার পর শ্রমিকরা যাচ্ছেন কর্মস্থলে, কয়েকগুন অতিরিক্ত ভাড়াদিয়েও পথে পথে পোহাতে হচ্ছে নানা ধরনের ভোগান্তি, এনিয়ে শ্রমিকদের মুখে শোনা গেলো তাদের দূর্ভোগের কথা। হটাৎ করে কালখাণা খোলার সিদ্ধান্তকে শ্রমিকরা এটাকে একটি হটকারী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। শ্রমিকরা বলেন আগে থেকে জানা থাকলে তাদের এতো দুর্ভোগ পোহাতে হতোনা। কর্মস্থলে যাবার জন্য শ্রমিকরা অনেকটা পথ পায়ে হেটে সিএনজি অটো রিকসায় কর্মস্থলে পৌছতে তাদের ক্ষেত্র বিশেষ কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। অনেকইে অভিযোগ করে বলেন মাসের ১০দিনের বেতনের টাকা যাচ্ছে কর্মস্থলে পৌছতে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে তাদের চলবে কিভাবে? গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় কর্মস্থলে যাত্রী শ্রমিকদের সাথে কথা বলে এমনটাই জানাযায়। মহাসড়কে চলমান সিএনজি,অটো রিক্সা ট্রাক ও মিনি ট্রাকের যাত্রী শ্রমিকদের মাঝে ছিলোনা করোনার ভয়। তারা গাদাগাদি করে যে যেভাবে পারছে কর্মস্থলে পৌছার মরণ পন চেষ্টা চালাচ্ছে। সুযোগ বুঝে গাড়ী গুলোও হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। লকডাউনের সড়কে মোবাইল কোর্ট নিয়েও শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন পথে পথে ভোগান্তি ভাড়া কয়েক গুন বেশি

আপলোড সময়: ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

খলিলুর রহমান: আগামী ১ আগষ্ট পোষাক কারখানা খোলার ঘোষনা দেয়ার পর শ্রমিকরা যাচ্ছেন কর্মস্থলে, কয়েকগুন অতিরিক্ত ভাড়াদিয়েও পথে পথে পোহাতে হচ্ছে নানা ধরনের ভোগান্তি, এনিয়ে শ্রমিকদের মুখে শোনা গেলো তাদের দূর্ভোগের কথা। হটাৎ করে কালখাণা খোলার সিদ্ধান্তকে শ্রমিকরা এটাকে একটি হটকারী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। শ্রমিকরা বলেন আগে থেকে জানা থাকলে তাদের এতো দুর্ভোগ পোহাতে হতোনা। কর্মস্থলে যাবার জন্য শ্রমিকরা অনেকটা পথ পায়ে হেটে সিএনজি অটো রিকসায় কর্মস্থলে পৌছতে তাদের ক্ষেত্র বিশেষ কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। অনেকইে অভিযোগ করে বলেন মাসের ১০দিনের বেতনের টাকা যাচ্ছে কর্মস্থলে পৌছতে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে তাদের চলবে কিভাবে? গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় কর্মস্থলে যাত্রী শ্রমিকদের সাথে কথা বলে এমনটাই জানাযায়। মহাসড়কে চলমান সিএনজি,অটো রিক্সা ট্রাক ও মিনি ট্রাকের যাত্রী শ্রমিকদের মাঝে ছিলোনা করোনার ভয়। তারা গাদাগাদি করে যে যেভাবে পারছে কর্মস্থলে পৌছার মরণ পন চেষ্টা চালাচ্ছে। সুযোগ বুঝে গাড়ী গুলোও হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। লকডাউনের সড়কে মোবাইল কোর্ট নিয়েও শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ।